স্পোর্টস ডেস্কঃ আইপিএল অভিষেক রাঙানো হলো না লিটন দাসের। একাদশে সুযোগ পেয়ে প্রথম বলেই চার হাঁকিয়ে শুরু করেন কলকাতা নাইট রাইডার্সের এই ওপেনার। কিন্তু বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের পেসার মুকেশ কুমারকে। ৪ বলে ৪ রান করে আউট হয়েছেন লিটন।
ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আইপিএল অভিষেক হয়েছে লিটনের। এর আগে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান খেলেছেন আইপিএলে। তামিম ইকবাল এক ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকলেও কখনো ম্যাচ খেলা হয়নি।
নিজের অভিষেক ম্যাচে এক চার হাঁকিয়ে থামতে হয়েছে লিটনকে। দিল্লির পেসার মুকেশ কুমারের বাউন্সারে ললিত যাদবের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। কলকাতা দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায়। এর আগে নিজের মোকাবেলা করা প্রথম বলে ইশান্ত শর্মাকে চার হাঁকান লিটন।
আইপিএলের নিলামে এবার ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নেয় কলকাতা। তবে দলে যোগ দিতে পারেন নি আসরের শুরু থেকে। জাতীয় দলের খেলার ব্যস্ততা থাকায় তিনি দেরিতে যোগ দেন কলকাতা শিবিরে। তবে দলে যোগ দিলেও দুই ম্যাচ বেঞ্চে থাকতে হয় তাঁকে। দুটি ম্যাচই হারে কলকাতা। ব্যর্থ হন কলকাতার আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ফলে দিল্লি ম্যাচে সুযোগ পান লিটন। তবে সেটি কাজে লাগাতে পারলেন না ডানহাতি এই ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক১১০
Discussion about this post