স্পোর্টস ডেস্ক:: ১১৮ বছর পর অলিম্পিক গেমসে এবার ক্রিকেট যুক্ত হচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বিশ্বের বৃহত্ত এই ক্রীড়া যজ্ঞে আবারো ক্রিকেট শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অলিম্পিক কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
অলিম্পিকে শেষবার ১৯০০ সালে ক্রিকেট ছিলো। সেবার স্বর্ণপদক জিতে গ্রেট ব্রিটেন। রানার্সআপ হওয়া অ্যাথলেটিক ক্লাব ইউনিয়ন পায় রৌপ্য পদক। আইওসি জানিয়েছে, ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ক্রিকেট থাকবে। পুরুষ ও নারী দুই বিভাগেরই অংশ গ্রহণ থাকবে। নারী ও পুরুষদের ছয়টি করে দল অংশ নেবে। যুক্তরাষ্ট্রের পোমানাতে অলিম্পিকের ক্রিকেট ইভেন্ট আয়োজন হবে। সেজন্য একটি স্টেডিয়াম বানানোরও পরিকল্পনা করা হয়েছে।
স্টেডিয়াম তৈরির সিদ্ধান্তের কথা জানিয়ে আইওসি এক বিবৃতিতে বলছে, ‘ক্রিকেট (টি-২০) বিশ্বব্যপী একটি জনপ্রিয় ইভেন্ট যা ২০২৮ অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে। ক্রিকেট আয়োজনের জন্য পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি ভেন্যু নির্মাণ করা হবে। ’
অলিম্পিক কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আইসিসির চেয়ারম্যান জয়শাহ বলেন, ‘ক্রিকেট বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় একটি খেলা, সে কারণে অলিম্পিকে আবারো এটা ফিরে আসাটাই স্বস্তির বিষয়। আকর্ষণীয় টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে অবশ্যই নতুন নতুন দর্শক ক্রিকেটের প্রতি আগ্রহী হবে। আইসিসির পক্ষ থেকে আমি এলএ২৮’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এলএ২৮’এ ক্রিকেটের সফলতার জন্য আইওসির সাথে আইসিসি সর্বাত্মক সহযোগিতা করবে। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০