স্পোর্টস ডেস্ক:: একের পর এক আক্রমণ। তাতেও গোলের দেখা মিলছিলো না। লা লিগায় তাই কষ্ট করে জিততে হয়েছে রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধে চার মিনিটের ঝড়ে নাচো ফের্নান্দেস ও মার্কো আসেনিসওর দুই গোলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জিতেছে কার্লো আনচেলত্তির দল।
করিম বেনজামাদের একের পর এক আক্রমণ নষ্ট হয়েছে। কখনো পোস্টে, আবার কখনো ক্রস বারে। সুযোগ নস্টের মিছিল করে রিয়াল মাদ্রিদকে প্রথমার্ধ শেষ করতে হয় গোল শুন্য সমতায়।
দ্বিতীয়ার্ধেও মিলছিলো না গোলের দেখা। অবশেষে জট খুলে ম্যাচের ৭২তম মিনিটে। ৭৬তম মিনিটেই দ্বিতীয় গোল করে মাদ্রিদরা। তাতে নিশ্চিত হয় ২-০ গোলের জয়।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা রিয়ালকে বেশ ভুগিয়েছেন কাদিসের গোলরক্ষক। একের পর এক আক্রমণ প্রতিহত করেছেন তিনি। সঙ্গী পাশে পেয়েছেন ভাগ্যকে।
ম্যাচের ৭২তম মিনিটে নাচো ফার্নান্দেস গোল করলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ১-০ গোলে। কাদিস যখন ম্যাচ ফেরার চেষ্টা করছিলো, প্রথম গোলের টিক চার মিনিট পরেই আসেনসিও ম্যাচের ৭৬তম মিনিটে গোল করে বসেন। রিয়াল মাদ্রিদ তাতেই এগিয়ে যায় ২-০ গোলে।
ম্যাচের বাকীটা সময় কাদিস আর গোলের দেখা পায়নি। কার্লো আনচেলত্তির দলও আর গোল করে ব্যবধানে বাড়াতে পারেনি। ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭২।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post