স্পোর্টস ডেস্কঃ আইপিএল ২০২৪-এর নিলাম দুবাইয়ের কোকাকোলা অ্যারেনাতে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবারের নিলামে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে কাড়াকাড়ি হয়েছে বলা যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার দর হাঁকাহাঁকি চলেছে বেশ কিছুক্ষণ। শেষ পর্যন্ত চড়া দামে অজি পেসারকে দলে পেয়েছে হায়দ্রাবাদ। এর আগে প্রথমে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স দর হাঁকে। এরপর যোগ দেয় হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোর। শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ রূপিতে কামিন্সকে দলে নিয়েছে হায়দ্রাবাদ।
নিলামে দল পেলেন বিশ্বকাপ মাতানো নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। তাঁকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ৫০ লাখ রূপি বেস প্রাইজের এই অলরাউন্ডারকে চেন্নাই নিয়েছে ১ কোটি ৮০ লাখ রূপিতে। এই তারকাকে নিতে বিড শুরু করে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। পরে তাতে যোগ দেয় পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত ১ কোটি ৮০ লাখ রুপিতে তাকে দলে নেয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।
নিলামে ট্রাভিস হেডকে নিয়ে ভালোই টানাহেঁচড়া হয়েছে। শেষ পর্যন্ত ২ কোটি রূপি বেস প্রাইজের এই অজি ক্রিকেটারকে পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হেডকে ৬ কোটি ৮০ লাখ রূপিতে দলে পেয়েছে সাবেক আইপিএল চ্যাম্পিয়নরা। হেডকে দলে নিতে শুরুতেই বিড করে ২০১৬ সালের শিরোপাজয়ীরা। তাদের সঙ্গে দ্রুতই লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস। জমে উঠে দুই দলের তুমুল লড়াই। আর শেষ পর্যন্ত তাঁকে দলে পায় হায়দ্রাবাদ।
এদিকে নিলাম শুরু আগে হায়দ্রাবাদের ছিল ৩৪ কোটি টাকা। ৬ জন খেলোয়াড়কে নিতে পারতো দলটি। যার মধ্যে বিদেশি সর্বোচ্চ ৩ জন। অন্যদিকে চেন্নাইয়ের হাতে ছিল ৩১ কোটি ৪০ লক্ষ টাকা। ৬ জন খেলোয়াড়কে নিতে পারতো দলটি, যার মধ্য়ে থাকতে পারে ৩ বিদেশি। চলমান নিলামের জন্য সপ্তাহখানেক আগেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।
নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। নিলামের তালিকায় আছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। দু’জন ক্রিকেটার রয়েছেন সহযোগী ক্রিকেট দেশ থেকে। এদের মধ্যে ১০ দলের জন্য ৭৭ টি স্লট খালি আছে। এদের মধ্যে আবার ৩০ টি স্লট রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post