স্পোর্টস ডেস্কঃ এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। শুক্রবার চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে তারা। স্বাগতিকদের ১৭৪ রানের জবাবে ১৫৪ রানে থেমেছে অজিদের ইনিংস।
রায়পুরের বীর নারায়ন সিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কোনো ভারতীয় ব্যাটার বড় কোনো ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৪৬ (২৯ বলে) রানের ইনিংস খেলেছেন রিঙ্কু সিং। ব্যাট করতে নেমে দুই ওপেনার জসস্বি জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড় ৬ ওভারে ৫০ রানের ঝোড়ো জুটি গড়ে দেন। ২৮ বলে ৩৭ রান করে এ সময় আউট হন জসস্বি জয়সওয়াল। রুতুরাজ গায়কোয়াড় ২৮ বলে ৩২ রান করে আউট হন।
এরপরের ব্যাটাররা বলতে গেলে দাঁড়াতেই পারেননি। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা শ্রেয়াস আইয়ার এই ম্যাচে খেলার সুযোগ পান। কিন্তু তিনি আউট হয়ে যান ৮ রান করে। ১ রান করে আউট হন অধিনায়ক সুর্যকুমার যাদব। রিঙ্কু সিং আর জিতেশ শর্মা মিডল অর্ডরে কিছুটা প্রতিরোধ গড়ে দাঁড়ালে ভারত সম্মানজনক একটা স্কোরে পৌঁছায়। রিঙ্কু সিং ৪৬ রান করেন। জিতেশ শর্মা করেন ৩৫ রান। অক্ষর প্যাটেল এবং দিপক চাহার তো ডাক মেরে উঠে যান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ভারত।
রান তাড়া করতে নেমে ট্রাভিস হেড ঝড় তুললেও অন্যপ্রান্তে রক্ষণাত্মক খেলতে থাকেন জস ফিলিপ। ৭ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। স্কোর বোর্ডে ৪ রান যোগ হওয়ার পর ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ট্রাভিস হেডও। ১৬ বলে ৩১ রান করেন তিনি। অ্যারন হার্ডিও ফিলিপের মতো ৮ রান করেন। বেন ম্যাকডারমথ ও টিম ডেভিড দুজনই করেন ১৯ করে। ম্যাথু ওয়েডের সঙ্গে ম্যাথু শর্ট অস্ট্রেলিয়াকে আশা দেখালেও ২২ রান করে তিনিও বিদায় নেন। শেষদিকে ওয়েড চেষ্টা করলেও অস্ট্রেলিয়া জয়ের বন্দরে নোঙর করতে পারেনি। শেষ পর্যন্ত ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন ওয়েড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post