স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড দশম শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা রোববারের ফাইনালে ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) গেমে তিনি পরাস্ত করেন স্টেফানোস সিসিপাসকে। এই নিয়ে দশমবার সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন তিনি।
করোনার টিকা না নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় জোকোভিচ ২০২২ সালে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেন। তবে এক বছর না যেতেই তাসমান সাগরপাড়ের দেশটিতে রেকর্ডে নাম লেখালেন এই সার্বিয়ান। এটি জোকোভিচের ক্যারিয়ারের ২২ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়। এর সুবাদে জোকার ছুঁয়ে ফেলেন রাফায়েল নাদালকে। গত বছর ২২ নাম্বার গ্র্যান্ডস্লামে চুমু এঁকেছিলেন স্প্যানিশ তারকা নাদাল।
জোকোভিচ ২০০৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন। এরপর ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে শিরোপা উৎসব করেন তিনি। করোনা ইস্যুতে গতবার খেলতে পারেন নি। এবার এই প্রতিযোগিতার শিরোপা পুনরুদ্ধার করলেন।
অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া জোকোভিচ ফরাসি ওপেন (২০১৬ ও ২০২১) জিতেছেন ২ বার। উইম্বলডনের (২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১ ও ২০২২) জয় করেন ৭ বার। আর ইউএস ওপেন (২০১১, ২০১৫ ও ২০১৮) চ্যাম্পিয়ন হয়েছেন মোট তিনবার। এই প্রতিযোগিতার সবশেষ আসরে খেলেন নি তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post