স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানদে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন এই সিরিজের জন্য ঘোষণা করা দলে নেই গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স-মিচেল স্টার্কের মতো বিশ্বকাপ জয়ীরা। ম্যাক্সওয়েলের বদলে ২৯ বলে সেঞ্চুরি করা জেক ফ্রেসার ম্যাকগার্ককে দলে ডাকা হয়েছে।
২৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়ার পর বিগ ব্যাশেও চার-ছক্কার ঝড় তুলে জাতীয় দলে জায়গা করে নিলেন ২১ বছর বয়সী বিধ্বংসী ব্যাটসম্যান ম্যাকগার্ক। গত অক্টোবরে তিনি ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দেন মার্শ কাপে ২৯ বলে সেঞ্চুরি করে। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলের রেকর্ড পেছনে ফেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি সেটি। ১০ চার ও ১৩ ছক্কায় সেদিন তিনি করেন ৩৮ বলে ১২৫।
উইন্ডিজের বিপক্ষে এই সিরিজ থেকে ভবিষ্যতের দিকে হাঁটতে শুরু করবে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল। ডেভিড ওয়ার্নারের অবসরে ওপেন করবেন ম্যাথু শর্ট। প্যাট কামিন্সের বিশ্রামে অধিনায়কত্ব করবেন স্টিভেন স্মিথ। এছাড়া বিশ্রাম পেয়েছেন অন্য দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডও। এবার বিশ্রাম দেওয়া হলো ম্যাক্সওয়েলকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হবে আগামী ২, ৪ ও ৬ ফেব্রুয়ারি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post