স্পোর্টস ডেস্কঃ ২০২৪-২৫ মৌসুমের জন্য ২৩ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি। অভিজ্ঞ এই অলরাউন্ডার ছাড়াও জায়গা হয় নি আশটন অ্যাগারেরও। অন্যদিকে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই আলো ছড়িয়ে বোর্ডের চুক্তিতে জায়গা করে নিয়েছেন পেসার জেভিয়ার বার্টলেট।
স্টয়নিস ও অ্যাগার ছাড়াও চুক্তি থেকে বাদ পড়েছেন ওপেনার মার্কাস হ্যারিস ও পেস বোলার মাইকেল নিসার। চোটের সঙ্গে বরাবরের মতোই লড়তে থাকা পেসার জাই রিচার্ডসন অবশ্য আরও একবার টিকে গেছেন চুক্তিতে। গতি দিয়ে আলোচনায় এসে গতবারের চুক্তিতে জায়গা করে নেওয়ার পর গত মাসে দুটি ওয়ানডে খেলা ল্যান্স মরিসও ধরে রেখেছেন জায়গা।
চুক্তিতে জায়গা পেলেন যারা: শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, টড মার্ফি, জাই রিচার্ডসন, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post