স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। আগামীকাল ব্যাঙ্গালোরে মাঠে নামবে দু’দল। এই ম্যাচের আগে চোট পেয়েছেন পাকিস্তান ওপেনার। যদিও বাঁহাতি এই ব্যাটার একাদশে নিয়মিত নন। আসরে মাত্র একটি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত।
অনুশীলনে হাঁটুর ইনজুরিতে পড়েছেন ফখর। আগামী সপ্তাহে তিনি সেরে উঠবেন বলে আশাপ্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট। কেবল ফখরই নন, সাম্প্রতিক সময়ে ভাইরাস জ্বরে ভুগছিলেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। তাদের মধ্যে সালমান আলি আগা ও শাহিন শাহ আফ্রিদিরা জ্বরে সেরে অনুশীলনেও যোগ দিয়েছেন। এদিকে চোটে ছিটকে যাওয়া ফখর খেলেছেন শুধু নেদারল্যান্ডস ম্যাচে। ১২ রানের বেশি করতে পারেন নি সেই ম্যাচে। এরপর তিনি জায়গা হারান আব্দুল্লাহ শফিকের কাছে।
শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে পাকিস্তান। এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জিতেছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ারা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চারে। বিপরীতে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় অস্ট্রেলিয়া। দুই পয়েন্ট নিয়ে তারা টেবিলের সাতে অবস্থান করছে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে দু’দলেরই জয়ের বিকল্প নেই।
অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জন ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও শন অ্যাবট।
পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড- বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হাসান আলী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post