স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় দক্ষিণ আফ্রিকার। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকাকে উড়িয়ে দেওয়া প্রোটিয়ারা বৃহস্পতিবার হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। লখনৌতে ১৩৪ রানের বড় ব্যবধানে জিতেছে টেম্বা বাভুমার দল। হারে বিশ্বকাপ শুরু করা অজিরা দ্বিতীয় ম্যাচেও পারল না। রানের হিসেবে বিশ্বকাপের সফলতম দলটির এটাই সবচেয়ে বড় হার।
অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের ম্যাচে সেরার পুরষ্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ১০৬ বলে ৫টি ছক্কা ও ৮টি চারে তিনি খেলেন ১০৯ রানের দুর্দান্ত ইনিংস। পরে উইকেটের পেছনে নেন দুটি ক্যাচ। এবারের আগে বিশ্বকাপে কোনো সেঞ্চুরি ছিল না ডি ককের, ছিল না ম্যাচ সেরার কোনো সুখস্মৃতি। এবার পরপর দুই ম্যাচে পেলেন সেঞ্চুরি, প্রথমবার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
৫১ বলে ফিফটি পূর্ণ করা ডি কক পরের ৫০ রান তুলতে খরচ করেছেন মাত্র ৩৯ বল। ওয়ানডে ক্যারিয়ারের ১৪৭ ম্যাচে এটি তার ১৯তম সেঞ্চুরি। সেঞ্চুরি তুলে নিজের ইনিংস বেশিদূর নিয়ে যেতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। থেমেছেন ১০৯ রানে। সাথে এইডেন মার্করামের ফিফটিতে ৩১১ রানের বড় পুঁজি পায় প্রোটিয়ারা। সেই রান তাড়া করতে নামা অজিরা একবারও লড়াইয়ে ছিল না। ৩ উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা। ২টি করে উইকেট পান মার্ক জানসেন, কেশভ মাহারাজ ও তাব্রাইজ শামসি। লুঙ্গি এনগিডি পান একটি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post