স্পোর্টস ডেস্ক:: দুই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া হারিয়ে সিরিজ জিতেছে পাকিস্তান। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতলো। ওয়ানডে সিরিজ জয়ের পরপরই আইসিসির র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠে এসেছেন পাকিস্তানের দুই তারকা শাহিন শাহ আফ্রিদী ও বাবর আজম।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে বোলার র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করে শাহিন শাহ আফ্রিদী এক নম্বরে উঠেছেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাবর আজমেরও উন্নতি হয়েছে। তিনিও ব্যাটিংয়ে সবার শীর্ষে আছেন।
অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত বোলিং করে শাহিন শাহ আফ্রিদী বোলারদের মধ্যে সবার শীর্ষে আছেন। তার রেটিং পয়েন্ট ৬৯৬। আফগানিস্তানের বোলার রশিদ খান ৬৮৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয স্থানে আছেন। অবনতি হয়েছে প্রোটিয়া বোলার কেশভ মহারাজার। ৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছেন তিনি। ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছেন ভারতের বোলার কুলদীপ যাদব। পাঁচে থাকা নামিবিয়ার বার্নার্ড স্কোল্টের রেটিং পয়েন্ট ৬৫৪।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে থাকা পাকিস্তানের বাবর আজমের রেটিং পয়েন্ট ৮৩৫। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৭৬৫। তিনে আছেন ভারতের আরেক ব্যাটিং তারকা শুবমান গিল। তার রেটিং পয়েন্ট ৭৬৩। বিরাট কোহলি ৭৪৬ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছেন। শীর্ষ পাঁচে আয়ারল্যান্ডের হেরি ট্যাক্টর। তার রেটিং পয়েন্ট ৭৩৭।
ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ৩১৮ রেটিং পয়েন্ট আফগান তারকার। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তিনে থাকা আফগান তারকা রশিদ খানের রেটিং পয়েন্ট ৩৫৪। চারে আছেন বাংলাদেশের মেহদী হাসান। তার রেটিং পয়েন্ট ২৫২। পাঁচে থাকা নামিবিয়ার গেরহার্ড ইরাসমাসের রেটিং ২৪৫।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০