স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ব্যর্থতা শেষে আবার মাঠে নামার অপেক্ষায় পাকিস্তান। তিন টেস্ট খেলতে চলতি মাসের শেষ দিন অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে দলটি। মূল সিরিজ শুরুর মানুকা ওভালে ৬ ডিসেম্বর থেকে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদের দল।
পার্থে ১৪ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট। মেলবোর্নে দুই দল খেলবে বক্সিং ডে টেস্ট। পরে সিডনিতে ৩ জানুয়ারি থেকে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে পাকিস্তান। ১২ জানুয়ারি থেকে শুরু হবে ওই সিরিজ। সিরিজের ভেন্যু অকল্যান্ড, ডানেডিন, ক্রাইস্টচার্চ ও হ্যামিল্টন।
এদিকে আসন্ন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে নতুন কোচের অধীনে খেলবে পাকিস্তান। ৪৩ বছর বয়সী মোহাম্মদ হাফিজ পেয়েছেন প্রধান কোচের দায়িত্ব। দুই বছর আগে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই অলরাউন্ডার চলতি বছর মার্চে পাকিস্তান সুপার লিগেও খেলেছেন। এমনকি গত জুলাইয়ে তাঁকে দেখা যায় জিম আফ্রো টি-টেন লিগেও। এখন পর্যন্ত ক্রিকেট থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেননি তিনি।
বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় গত বুধবার (১৫ নভেম্বর) তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। তাঁর বিদায়ের পর দলের টিম ডিরেক্টর মিকি আর্থারও বিদায় নেন। সেদিনই দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয় হাফিজকে। এবার আরও বড় দায়িত্ব দেয়া হল পাকিস্তানের সাবেক অধিনায়ককে। পাকিস্তানের হয়ে ১৮ বছরের ক্যারিয়ারে ২১৮ ওয়ানডে, ৫৫ টেস্ট এবং ১১৯ টি-টোয়েন্টি খেলেছেন হাফিজ। এই তিন ফরম্যাট মিলিয়ে তার রান সংখ্যা সাড়ে ১২ হাজারের বেশি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post