স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আজ অ্যাথলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মাদ্রিদের ক্লাবটির মাঠে আতিথ্য নিতে যাওয়া কাতালানরা ম্যাচ জিতেছে ৩-০ গোলে। তাতে লিগ টেবিলের দুইয়ে উঠেছে জাভি হার্নান্দেজের দল। সমান ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে। ২৯ ম্যাচ খেলে দুইয়ে অবস্থান বার্সার। তিনে জিরোনা।
মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার রাতে প্রথমার্ধে জোয়াও ফেলিক্স বার্সাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান রবার্ত লেভানডফস্কি। পোলিশ তারকার সহায়তায় তিন নম্বর গোলটি করেন ফারমিন লোপেজ। এদিকে চলতি মৌসুমে লা লিগায় অ্যাথলেটিকোর মাঠে এই প্রথম জিততে পারল কোনো দল। দিয়েগো সিমেওনের দল নিজ আঙিনায় আগের ১৪ ম্যাচের ১৩টিই জিতেছিল, ড্র হয়েছিল একটি।
এদিকে অ্যাথলেটিকোর মাঠে আজ বার্সা প্রথম গোল পায় ম্যাচের ৩৮তম মিনিটে। লেভার পাস থেকে গোল করেন অ্যাথলেটিকোর সাবেক ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। বিরতির পর ব্যবধান বাড়ান লেভা। রাফিনহার পাস ধরে দারুণ এক গোল করেন এই পোলিশ ফরোয়ার্ড। অ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক ডাইভ দিয়েও বলের নাগাল পান নি। ৬৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন লোপেজ। লেভার এসিস্ট থেকে দারুণ হেডে বল অ্যাথলেটিকোর জালে পাঠান তিনি। শেষদিকে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। নেহুয়েল মনিলা ডি-বক্সের বাইরে ফাউল করলে লাল কার্ড দেখেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post