স্পোর্টস ডেস্কঃ লা লিগায় রোববার রাতের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দেয় বার্সেলোনা। মাদ্রিদের ক্লাবটির মাঠে আতিথ্য নিতে যাওয়া কাতালানরা ম্যাচ জেতে ৩-০ গোলে। তাতে লিগ টেবিলের দুইয়ে উঠেছে জাভি হার্নান্দেজের দল। সমান ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে। ২৯ ম্যাচ খেলে দুইয়ে অবস্থান বার্সার। তিনে জিরোনা।
দাপুটে জয়ে মন ভরিয়ে দিয়েছে কোচ জাভির। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে নাপোলির বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয়ের এবার এবার এই জয়ে উচ্ছ্বসিত তিনি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন তো তার আছেই, এমনকি পয়েন্ট তালিকায় অনেক পিছিয়ে থাকলেও লা লিগা শিরোপার আশাও ছাড়ছেন না তিনি। ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা খুবই খুশি ও সন্তুষ্ট। দারুণ এক ম্যাচ, সম্ভবত সবচেয়ে পরিপূর্ণ ম্যাচ আমাদের… নাপোলির বিপক্ষে ম্যাচটির মতোই। আমাদের ধরন ও দর্শনের দিক থেকে একদম আদর্শ এক ম্যাচ। আমরা বার্সা, এখানে কেউ ঢিল দেয় না, হাল ছাড়ে না। আমরা আরও উন্নতির চেষ্টা করে যাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ট্রফির লড়াই চালিয়ে যাব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post