স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা ছেড়েছেন মেমফিস ডিপাই। ডাচ এই ফরোয়ার্ড আড়াই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন স্পেনের আরেক ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে। কাতালান ক্লাব এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ৩০ লাখ ইউরো ট্রান্সফার ফি-তে ডিপাইকে ছেড়ে দিয়েছেন তারা। বোনাসসহ কাতালান ক্লাবটি পেতে পারে আরও দশ লাখ ইউরো।
নতুন ক্লাবে নিজেকে মেলে ধরতে দারুণ আশাবাদী মেমফিস। অ্যাথলেটিকোয় যোগ দিয়ে সংবাদ সম্মেলনে বললেন, নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন তিনি। মেমফিস বলেন, ‘সবকিছুই দুর্দান্ত হয়েছে। কোচের (দিয়েগো সিমেওনে) সঙ্গে আমার একটা ভালো কথোপকথন হয়েছে এবং কী করতে পারি তা দেখানোর জন্য আমি উন্মুখ।’
অ্যাথলেটিকো প্রসঙ্গে মেমফিস বলেন, ‘এটি খুব বড় ক্লাব, যাদের একটি অসাধারণ ইতিহাস রয়েছে। তাদেরকে নিয়ে অনেক ভালো গল্প শুনেছি। তারা আমাকে এখানে দেখতে চেয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ ছিল এটি।’
ইতোমধ্যে অ্যাথলেটিকোয় অনুশীলন শুরু করেছেন মেমফিস। ২০২১ সালে ফরাসি ক্লাব লিওঁ থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এই ডাচ তারকা। বার্সার হয়ে ৪২ ম্যাচে ১৪টি গোল করেন তিনি। মূলত রবার্ত লেভানডফস্কি বার্সায় যোগ দেবার পর একাদশ থেকে জায়গা হারান তিনি। মাঝে চোটের সাথে লড়তে হয়েছিল তাঁকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post