স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগ শিরোপা জেতার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে লিভারপুল। রোববার ক্রিস্টার প্যালেসের কাছে হারল অলরেডরা। অ্যানফিল্ডে ১-০ গোলে হেরেছে ইয়ের্গুন ক্লপের দল। এই হারে লিগ–শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল তারা। ৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭১, পয়েন্ট তালিকায় অবস্থান তৃতীয়। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৩, আর্সেনালের ৭১।
অ্যানফিল্ডকে স্তব্ধ করে দিয়ে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় প্যালেস। চমৎকার সব পাসে গড়া পরিকল্পিত আক্রমণের শেষটায় জালে বল পাঠান এব্রেচি ইজি। বাঁদিক থেকে টাইরিক মিচেলের কাট ব্যাকে আট গজ দূর থেকে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত এই ইংলিশ মিডফিল্ডার। বিরতির পর মোহাম্মদ সালাহ, দারউইন নুনিয়েজ, লুইজ দিয়াজরা আক্রমণের ধার বাড়ান। এ সময় গোলের জন্য ১৪টি শট নিয়েছে লিভারপুল, তিনটি লক্ষ্যেও ছিল।
লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জেতার স্বপ্ন এখন বেশ ফিকে। অথচ লিগের শুরু থেকে বড় একটা সময় পর্যন্ত শীর্ষে ছিলো তারা। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের ২-২ ড্রয়ের পর এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। এরমাঝে ইউরোপা লিগে আতলান্তার কাছে হেরে আত্মবিশ্বাসে লাগে চোট। এদিকে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে থাকা প্যালেস লিগে সর্বশেষ পাঁচ ম্যাচই জয়শূন্য ছিল। এবার তারা লিগ শিরোপার দৌড়ে থাকা অলরেডদের হারিয়ে দিল।
Discussion about this post