স্পোর্টস ডেস্কঃ অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন জেমস অ্যান্ডারসন। ধর্মশালা টেস্টে আজ (শনিবার) ভারতীয় ব্যাটার কুলদীপ যাদবকে বেন ফোকসের ক্যাচ বানিয়ে ৭০০ উইকেটের মালিক হয়েছেন এই পেসার। টেস্ট ক্রিকেটের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন অ্যান্ডারসন।
৬৯৮ উইকেট নিয়ে ধর্মশালা টেস্ট খেলতে নেমেছিলেন অ্যান্ডারসন। গতকাল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে শুবমান গিলকে বোল্ড করে পৌঁছে যান ৬৯৯ উইকেটে। আজ কুলদীপকে দুর্দান্ত এক অফ-কাটারে বিভ্রান্ত করে নিজের ৭০০তম উইকেটটি নেন ইংলিশ পেসার। যা মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্নের পর তৃতীয় সর্বোচ্চ উইকেট।
সবচেয়ে দ্রুততম সময়ে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন মুরালিধরন। ৭০০ টেস্ট উইকেট পেতে এই লঙ্কান স্পিনারের লেগেছিল ১১৩ টেস্ট। ওয়ার্ন মাইলফলক ছুঁয়েছিলেন নিজের ১৪৪তম ম্যাচে। আর অ্যান্ডারসনের লাগল ১৮৭ ম্যাচ। ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার ওপরে আছেন ৮০০ উইকেট নেওয়া মুরালিধরন। ৪১ বছর বয়সী অ্যান্ডারসনের সামনে এখন ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন।
২০০৬ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেটের রেকর্ড গড়েছিলেন ওয়ার্ন। বছর খানেক পরই এই এলিট ক্লাবে নাম লেখান মুরালিধরন। লঙ্কান এই স্পিনার বাংলাদেশের বিপক্ষে ক্যান্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান সৈয়দ রাসেলকে আউট করে ৭০০ উইকেটের মাইলফলকে পৌঁছান। এদিকে আজ অ্যান্ডারসনের রেকর্ড গড়ার মুহূর্তটি আজ ধর্মশালায় বসেই দেখেছেন তাঁর পিতা-মাতা। ইংলিশ পেসারের ক্যারিয়ারের প্রথম উইকেট নেওয়ার সময়ও লর্ডসের গ্যালারিতে ছিলেন তাঁরা দুজন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post