স্পোর্টস ডেস্কঃ অ্যাস্টন ভিলার কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন উনাই এমেরি। ২০২৭ সালের জুন পর্যন্ত ইংলিশ ক্লাবটির দায়িত্বে থাকবেন এই স্প্যানিয়ার্ড। চুক্তির মেয়াদ বাড়ানোর পর এমেরি বলেছেন, ‘ভিলার সমর্থক, মালিক ও ম্যানেজমেন্টকে নিয়ে আমরা নিজেদের যাত্রাটা উপভোগ করছি।’
এই মৌসুমে প্রিমিয়ার লিগে ভিলা আছে এখন চতুর্থ স্থানে। শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে ভালোভাবেই আছে তারা। ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ নাম বদলে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর কখনও ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে খেলতে পারেনি দলটি। এই দলের কোচের দায়িত্ব নিয়ে বেশ ভালো করেছেন এমেরি। ২০২২ সালে এমেরি স্টিভেন জেরার্ডের স্থলাভিষিক্ত হওয়ার সময় লিগে ১৬তম স্থানে থেকে অবনমন এড়ানোর লড়াই লড়ছিল ভিলা। সেখান থেকে ক্লাবটিকে তুলে এনে চ্যাম্পিয়নস লিগে খেলানোর স্বপ্ন দেখাচ্ছেন এই স্প্যানিশ কোচ। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের চারে ভিলা। ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা টটেনহামের চেয়ে তারা এগিয়ে ৬ পয়েন্ট ব্যবধানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post