স্পোর্টস ডেস্কঃ আইএল টি-টোয়েন্টিতে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে টুর্নামেন্টকে ভক্তদের কাছে আকর্ষণীয় করতে। তেমনই একটি ‘বাউন্ডারি সাইড ফ্যান পড’।
স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে ছয়জন ভক্তকে বেছে নেওয়া হবে। দুটি গ্রুপে তিনজন করে থাকবেন। এর মধ্যে হোম টিমের তিনজন, আর অ্যাওয়ে টিমের তিনজনের একটি করে গ্রুপ হবে।
হোম টিমের ভক্তের গ্রুপকে নেওয়া হবে তাদের দলের ডাগআউটের কাছে। আর দ্বিতীয় গ্রুপকে রাখা হবে অ্যাওয়ে দলের ডাগআউটের কাছে। ভাগ্যবান ভক্তরা নির্দিষ্ট ম্যাচের পাঁচ থেকে ছয় ওভার খেলা দেখতে পারবেন মাঠের ভেতরে থাকা তিন সিটের সোফায় বসে।
আর বিশেষ সিটে বসে খেলা দেখার সেই মুহূর্তের ছবিগুলো আইএল টি-টোয়েন্টির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে। এছাড়া সরাসরি সম্প্রচার করা চ্যানেলেও তাদেরকে দেখানো হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post