স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক পরই পর্দা উঠতে যাচ্ছে ইন্ট্যারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের (আইএল টি-টোয়েন্টি)। তারকা ক্রিকেটার ও তারকা ধারভাষ্যকারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালদের ক্ষেত্রেও বড় নাম রেখেছে আয়োজকরা।
১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়ালদের নেতৃত্বে থাকবেন ৫ বারের আইসিসির পুরস্কার জেতা আম্পায়ার সাইমন টাফেল। আর টাফেলের নেতৃত্বাধীন এই দলে আছেন আকবর আলী খান, অ্যালেক্স ওয়াহর্ফ, লেজাইল রেইফার, মার্টিন সাগ্রেস, রিচার্ড ক্যাটেলব্রো, রড টাকার, রুচিরা পাল্লিয়াগুরুগে এবং শিজু মান্নিল। তারাই দায়িত্ব পালন করবেন টুর্নামেন্টজুড়ে।
আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মঈন আলিদের মতো ৮৪জন আন্তর্জাতিক তারকা খেলবেন আইএলটি-টোয়েন্টি লিগ। তাদের সাথে থাকবেন ২৪ জন স্থানীয় ক্রিকেটারও। সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু শারজাহ, দুবাই ও আবুধাবিতে হবে টুর্নামেন্টটি। ১৩ জানুয়ারি শুরু হয়ে প্রথম আসরের পর্দা নামবে ১২ ফেব্রুয়ারি।
টুর্নামেন্টে অংশ নেওয়া ৬টি দল হলো, আবুধাবি নাইট রাইডার্স, ডেসার্ট ভাইপারস, দুবাই ক্যাপিটালস, গালফ জায়ান্টস, এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়ার্স। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ম্যাচের একাদশে সর্বোচ্চ ৯ জন বিদেশী ও সর্বনিম্ন ২ জন স্থানীয় ক্রিকেটার একাদশে রাখতে পারবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post