স্পোর্টস ডেস্ক:: আইএল টি-২০ চ্যাম্পিয় হয়েছে দুবাই ক্যাপিটালস। শিরোপা নির্ধারণী ম্যাচে ডেজার্ট ভাইপার্সকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুবাই ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেটে নাম লেখানোর প্রায় দেড় যুগ পর প্রথম শিরোপার স্বাদ পেল ক্যাপিটালস।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্টিত ফাইনালে ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারানের ব্যাটে ডেজার্ট ভাইপার্স ১৮৯ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা দুবাই ক্যাপিটালস পাওয়েলের হাফ সেঞ্চুরির পর শেষ দিকে সিকান্দার রাজার ক্যামিও ঝড়ে চার বল হাতে রেখে চার উইকেটের জয় পায়।
টস হেরে আগে ব্যাট করতে নামা ডেজার্ট ভাইপার্স অধিনায়ক স্যাম কারান ও ম্যাক্স হোল্ডেনের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ১৮৯ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেছেন হোল্ডেন। ৫১ বলের ইনিংসটি সাজান ১২টি চারে। অধিনায়ক স্যাম কারান ৩৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। পাঁচ চার ও তিন ছক্কায় সাজান নিজের ইনিংসটি। এছাড়াও ২৭ রান করেন আজম খান।
দুবাইয়ের হয়ে ওবেড ম্যাকয় ২টি উইকেট লাভ করেন।
১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নামা দুবাই ক্যাপিটালস রভম্যান পাওয়েল, শাই হোপ ও সিকান্দার রাজার ব্যাটে ছয় উইকেট হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করে ফেলে। সাত চার ও তিন ছক্কায় ৩৮ বলে ৬৩ রান করেছেন পাওয়েল। দুই ছক্কা ও এক চারে ৩৯ বলে ৪৩ রান করেছেন ওপেনার শাই হোপ। ১০ বলে ২১ রান করেছেন দাসুন শানাকা। পাঁচ চার ও এক ছক্কায় ১২ বলে ৩৪ রানে অপরাজিত থেকেছেন সিকান্দার রাজা।
ডেজার্টের হয়ে মোহাম্মদ আমির ও ডেভিড পাইন দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০