স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স আইপিএলকে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে ইঙ্গিত করেছেন। টেস্ট ক্রিকেটকে বাঁচাতে আইপিএলের সাথে সমন্বয় করে আলাদা উইন্ডো করার দাবি কামিন্সের।
ফ্র্যাঞ্চাইজি লিগের চাপে দিন দিন আন্তর্জাতিক ক্রিকেট কমে যাচ্ছে। সারা বছরই বিভিন্ন দেশের লিগ চালু থাকে। এমন অবস্থায় টেস্ট ক্রিকেটকে বাঁচাতে আলাদা উইন্ডোর পক্ষে মত কামিন্সের। লর্ডসে এমিসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস ইভেন্টে এ নিয়ে কথা বলেছেন কামিন্স।
ওই ইভেন্টে আইপিএলকে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করার ইঙ্গিত দিয়ে কামিন্স বলেন, ‘কিছু কিছু দেশের জন্য ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট অনেক বেশি গুরুত্বপূর্ণ, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও। আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতাম তাহলে অস্ট্রেলিয়ার হয়ে যেমন খেলতে পারি তার হয়তো অর্ধেক বা এক-তৃতীয়াংশের মতো খেলতে পারতাম।’
অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা এই ক্রিকেটার আলাদা উইন্ডোর পক্ষে মত দিয়ে বলেন, ‘অস্ট্রেলিয়াতে নভেম্বর থেকে জানুয়ারি টেস্ট ক্রিকেটের সময়। এ সময় অন্য কোনো খেলা হয় না। আমাদের যদি আইপিএল এবং টেস্টের জন্য নির্দিষ্ট উইন্ডো থাকে। তাহলে খেলোয়াড়দের জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post