স্পোর্টস ডেস্কঃ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় এবং ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেয়ায় মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজলহক ফারুকির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই সঙ্গে তাদের জানিয়ে দেয়া হয়েছে আগামী ২ বছর কোনো প্রকার এনওসি (ছাড়পত্র) দেয়া হবে না। এ ছাড়াও তাদের বর্তমান অনাপত্তিপত্রও বাতিল করা হয়েছে।
বিবৃতিতে এসিবি জানায়, আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন চু্ক্তিতে নিজেদেরকে না রাখতে বোর্ডের কাছে অনুরোধ জানান এই তিন ক্রিকেটার। তিনজনই এখনও তরুণ ও আফগানিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য। নাভিনের বয়স ২৪, ফারুকির ২৩ ও মুজিবের ২২। তারা চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিতে চাওয়ায় নড়েচড়ে বসে এসিবি। পুরো ব্যাপারটি খতিয়ে দেখতে এবং আফগান ক্রিকেটের স্বার্থকে রক্ষা করার জন্য উপযুক্ত পদক্ষেপের সুপারিশ করতে একটি কমিটি নিয়োগ দেয় তারা। সেই ধারাবাহিকতায়ই এলো তাদের এই শাস্তির ঘোষণা।
বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের হয়ে খেলা, যেটিকে জাতীয় দায়িত্ব হিসেবে মনে করা হয়, সেটির চেয়ে তাঁরা ব্যক্তিগত স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন বেশি এবং এসব খেলোয়াড়ের কেন্দ্রীয় চুক্তিতে রাজি না হওয়ার কারণ হলো বাণিজ্যিক লিগগুলো। তাঁরা সরে যেতে চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসব খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে আফগান তারকা স্পিনার মুজিবকে আইপিএল নিলামে ২ লাখ ৪১ হাজার ডলারে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। মুজিব এখন মেলবোর্ন রেনেগেডসের হয়ে অস্ট্রেলিয়ায় বিগব্যাশ খেলছেন। নাভিন উল হক আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে আছেন এবং ফজলহক ফারুকিকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিকে জানুয়ারিতে শুরু হতে যাওয়া আইএল টি-টোয়েন্টিতেও দল পেয়েছেন নাভিন-মুজিবরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post