স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ১৬তম আসর জয় দিয়ে শুরু করল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে হার্দিক পান্ডিয়ার দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৭৮ রান করে চেন্নাই। রান তাড়ায় ৪ বল বাকি থাকতে ম্যাচ জেতে শিরোপাধারী গুজরাট।
গুজরাটের জয়ে রাহুল তেওয়াটিয়া ১৪ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ১টি ছক্কা মারেন এই বাঁহাতি ব্যাটার। রশিদ খান ৩ বলে ১০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছক্কার মার। এর আগে বড় লক্ষ্যে খেলতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ১৬ বলে ২৫ রান করে ঋদ্ধি আউট হলে ভাঙে এই জুটি।
এরপর গুজরাটের ইম্পেক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামেন সাই সুদর্শন। চোটে আহত হয়ে মাঠ ছাড়া কেন উইলিয়ামসনের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। উইকেটে এসে এই ব্যাটার ১৭ বলে ২২ রান করে আউট হন। ওপেনার গিল ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে ফিরেন। তার ইনিংস জুড়ে ছিল ৩টি ছক্কা ৬টি চার।
১১ বলে মাত্র ৮ রান করে ফিরেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বিজয় শঙ্কর জয়ের দিকে দলকে এগিয়ে নিলেও জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ২১ বলে ২৭ রান করে আউট হন তিনি। এরপর রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান মিলে গুজরাটকে জয় এনে দিয়েছেন। চেন্নাইয়ের হয়ে রাজবর্ধন হ্যাঙ্গারগেকর ৩ উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ডেভন কনওয়ে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেন মোহাম্মদ শামির দুর্দান্ত এক ডেলিভারিতে। ৬ রান করা কনওয়েকে আইপিএল ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি পেয়েছেন স্পর্শ করেন শামি। ৯৯ উইকেট নিয়ে এবারের আইপিএল শুরু করেন ডানহাতি এই পেসার।
মঈন আলী সাজঘরে ফেরার আগে ১৭ বল খেলে নামের পাশে যোগ করেছেন ২৩ রান। তবে সুবিধা করতে পারেননি বেন স্টোকস। এই অলরাউন্ডার ৬ বল খেলে এক বাউন্ডারিতে ৭ রানের বেশি করেত পারেননি। আম্বাতি রায়ডু থেমেছেন ১২ রানে। এক প্রান্ত আগলে রেখে এদিন ব্যাটিং করেছেন ঋতুরাজ।
ঋতুরাজ মাত্র ২৩ বলে স্পর্শ করেন ফিফটি। দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার সাজঘরে ফিরেছেন সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে। ৫০ বলে ৯২ রান এসেছে তার ব্যাট থেকে। ৯ ছক্কা ও ৪ চারে এই ইনিংস সাজান তিনি। রবীন্দ্র জাদেজা-শিবম দুবে ইনিংস বড় করতে পারেন নি। দুজনই দ্রুত সাজঘরে ফেরেন।
শেষদিকে অধিনায়ক ধোনির ১৪ রানের ইনিংসের সুবাদে ১৭৮ রান তোলে চেন্নাই। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩ বলে ১ রান করেন মিচেল স্যান্টনার। গুজরাটের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ২৬ রান খরচায় ২ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ও আলজারি জোসেফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post