স্পোর্টস ডেস্কঃ আইপিএলের সবচেয়ে বড় ম্যাচ আজ রোববার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। দুদলের নামের পাশে আছে ৫টি করে ট্রফি। তাই হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।
চলতি আইপিএলে নিজেদের শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। শুরুতে প্রথম তিন ম্যাচ হেরে ‘হ্যাটট্রিক’ করেছিল, তবে সবশেষ দুটি ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরেছে হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে চেন্নাই পাঁচ ম্যাচের মধ্যে তিন জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে।
মুম্বাই-চেন্নাই ম্যাচকে ‘এল ক্লাসিকো’ বলছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ইয়ান বিশপ। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ বিশপ লিখেছেন, ‘এল ক্লাসিকো আজ!!! ওয়াংখেড়েতে সিএসকে বনাম এমআই ম্যাচ দুর্দান্ত কিছু হতে যাচ্ছে।’
এল ক্লাসিকো শব্দটি মূলত ‘দ্য ক্লাসিক’ এর স্প্যানিশ অনুবাদ। ফুটবল বিশ্বের অন্যতম বৃহৎ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যেকার ফুটবল ম্যাচকে বলা হয় এল ক্লাসিকো। দুই দলের সাফল্য, রাজনীতি এবং অন্যান্য সব ইতিহাস বিবেচনায় এই ম্যাচকে নিয়ে থাকে বাড়তি উন্মাদনা। ইয়ান বিশপ সেই উন্মাদনা খুঁজেছেন চেন্নাই এবং মুম্বাইয়ের ম্যাচে।
Discussion about this post