স্পোর্টস ডেস্ক:: রাজনৈতিক বৈরিতায় আইপিএল খেলতে পারেন না পাকিস্তানের ক্রিকেটাররা। বিশ্বের জনপ্রিয় ও বিপুল অর্থের এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে না পারায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হন বাবর আজমরা।
এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের সূচি থাকলে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার অনুমতি দেয় না দেশটির ক্রিকেটারদের। যার কারণে ক্ষতিগ্রস্ত হন ক্রিকেটাররা। পিসিবি তাই এবার ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে।
পাকিস্তানের ক্রিকেটাররা পাচ্ছেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ। বোর্ড প্রধান জাকা আশরাফ নিয়েছেন এমন উদ্যোগ। একই সাথে দেশটির ক্রিকেটাররা কতটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন সেটিও নির্ধারণ করে দিচ্ছে বোর্ড। বাড়াচ্ছে বেতনও।
পাকিস্তানের এ প্লাস ক্যাটাগরির অর্থাৎ সর্বোচ্চ দামি তারকা ক্রিকেটাররা সর্বোচ্চ একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা দু’টি বিদেশী লিগে খেলার সুযোগ পাবেন। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ৩টি ফ্র্যাঞ্চাই লিগে খেলার সুযোগ। পিসিবি জানিয়েছে, নির্দিষ্ট ক্যাটাগরির ক্রিকেটাররা নির্দিষ্ট লিগে খেলার অনুমিত পাবেন। বেশি লিগে খেলার অনুমতি দেওয়া হবে তাদেরকে।
বর্তমানে যে বেতন পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা, সেখান থেকে তাদের বেতন বাড়ছে প্রায় ৪ গুণ বেশি। ২০২৩-২০২৪ মৌসুমের জন্য ক্রিকেটারদের সাথে চুক্তির প্রস্তুুতি নিচ্ছেন পিসিবি। সেখানেই বাড়ছে তাদের বেতন। পাশাপাশি বাড়ানো হবে অন্যান্য সুযোগ-সুবিধাও।
পিসিবির প্রধান জাকা আশরাফ ক্রিকেটারদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন বেতন কাঠামোতে পাকিস্তানের তারকা ক্রিকেটাররা পাবেন ৪৫ মিলিয়ন পাকিস্তানী রুপি। মাসিক এই বিপুল পরিমাণ বেতন পাবেন বাবর, রিজওয়ান, শাহিন আফ্রিদী-নাসিম শাহদের মতো ক্রিকেটাররা।
শীর্ষ স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি অন্যান্য ক্রিকেটারদেরও বেতন বাড়ানো হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সব ক্রিকেটারের জন্যই বাড়াচ্ছে এই সুযোগ-সুবিধা। পিসিবি আশা করছে এতে করে ক্রিকেটারদের পারফরম্যান্সে আরো উন্নতি ঘটবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post