স্পোর্টস ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনৌ সুপার জায়ান্টস দলের হয়ে খেলছেন মার্ক উড। এই তারকা পেসার অসুস্থতার কারণে ম্যাচও মিস করেছেন। এবার লখনৌর জন্য নতুন করে শোনালেন দুঃসংবাদও। আইপিএলের শেষ অংশে পাওয়া যাবে না উডকে।
চলতি আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে লখনৌ। তবে উড খেলতে পেরেছেন ৪টি ম্যাচে। সবশেষ লখনৌর দুই ম্যাচে খেলতে পারেননি উড অসুস্থতার কারণে। এবার জানা গেল নতুন খবর। আইপিএলের শেষ দিকে তিনি পারবারিক কারণে খেলতে পারবেন না।
মূলত সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকবেন উড। এর জন্য ভারত ছেড়ে উড়াল দেবেন নিজ দেশ ইংল্যান্ডে। যদি লখনৌ আইপিলের শেষ চারে থেকে প্লে-অফে খেলা নিশ্চিত করে, তাহলে উডের সার্ভিস পাবে না। যা কিনা দলটির জন্য বেশ ক্ষতির কারণই হবে।
কেননা দারুণ ফর্মে রয়েছেন উড। ৪ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছেন উড। এর মধ্যে আসরে নিজের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। আসরে উডের ইকোনোমি রেট ৮.১২। তাই উডকে না পেলে বেশ ক্ষতিই হবে লখনৌর। বর্তমানে লখনৌর একাদশে উডের বদলি হিসেবে খেলছেন আফগানিস্তানের নাভীন উল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post