স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী আসরে খেলতে পারবেন না ঋষভ পন্ত। এই তারকা গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুরো শরীরজুড়েই আঘাত পেয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। ঠিক কবে ফিরবেন কেউই বলতে পারছে না। অন্তত ছয় মাস লাগতে পারে সুস্থ হতে, সেটাও অনিশ্চিত!
এমতাবস্থায় আইপিএল খেলা নিয়ে সংশয় জাগে। আর সেই সংশয়কে সত্যি প্রমাণিত করেছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি। বিসিসিআইয়ের সদ্য সাবেক প্রেসিডেন্ট জানিয়েছেন, পন্তের খেলার কোনো সম্ভাবনা নেই এবারের আইপিএলে। একইসাথে জানিয়েছেন নতুন অধিনায়কের খুঁজে রয়েছেন তারা।
সৌরভ বলেন, ‘আইপিএলে ঋষভ পন্তকে পাওয়া যাবে না। আমি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। আশা করছি এটি দুর্দান্ত আইপিএল (দলের জন্য) হবে, আমরা ভালো করব। তবে কোনো সন্দেহ নেই ঋষভ পন্তের চোট দিল্লি ক্যাপিটালসকে প্রভাবিত করবে। পন্তের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হচ্ছে নিয়মিত। ও ফিরবেই। সামনে ওয়ানডে বিশ্বকাপ। দেখা যাক কী হয়।’
আইপিএলে দিল্লির অধিনায়ক পন্ত। যার ফলে তার ইনজুরিতে নতুন অধিনায়ক খুঁজে নিতে হচ্ছে এখন ফ্র্যাঞ্চাইজিটিকে। সবচেয়ে বেশি আলোচনায় ডেভিড ওয়ার্নারের নাম। তবে কে হবেন, সেটা এখনই বলছেন না সৌরভ। খুব শীঘ্রই সেটি জানানো হবে।
এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘শীঘ্রই নাম ঘোষণা করে দেব আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post