স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০২৩ আসরে খেলার কথা ছিল বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। এই তিন জনের মধ্যে মুস্তাফিজ সবচেয়ে বেশি সময় প্রায় পুরো আসর খেলেছেন। তবে খেলতে পারেননি সাকিব ও লিটন।
সাকিব ও লিটন দুজনই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল। এর মধ্যে আসর শুরুর আগেই নাম তুলে নেন। দেড় কোটি রুপি ভিত্তিমূল্যে কলকাতায় সুযোগ পাওয়া এই তারকা ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করলেও, জাতীয় দলের ব্যস্ততার কারণ ছিল অন্যতম।
এছাড়া ৫০ লাখ রুপিতে দল পাওয়া লিটন দাসও জাতীয় দলের ব্যস্ততার কারণে এক ম্যাচের বেশি খেলতে পারেননি। মাঝে ব্যক্তিগত কারণ দেখিয়ে চলে আসেন আইপিএল ছেড়ে।
তাদের বাইরে ২০২২ আইপিএলে খেলার কথা ছিল তাসকিন আহমেদের। আসরের শুরুর আগ মূহুর্তে মার্ক উডের ইনজুরিতে তাসকিনকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ করে লখনৌ সুপার জায়ান্টস। ভারতের সাবেক ক্রিকেটার ও লখনৌর মেন্টর গৌতম গম্ভীর সরাসরি যোগাযোগ করেন মাশরাফী, খালেদ মাহমুদ সুজনের সাথে। তাসকিনকে মোবাইলে খুদে বার্তা পাঠান লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। এতকিছুর পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের খেলা রেখে খেলতে যাননি তাসকিন।
এই তিন তারকা দেশের খেলা রেখে না যাওয়ার কারণে, বিসিবি তাদেরকে আর্থিকভাবে সম্মানিত করেছে। আইপিএলের পুরো টাকা দেওয়া সম্ভব না হলেও, ক্ষতিপূরণ হিসেবে একটা অংশ দিয়েছে বিসিবি। দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা সব মিলিয়ে ৭০ লাখ ৫১ হাজার ২৮২ টাকা প্রদান করেছেন এই তিন জনকে।
এই অর্থের মধ্যে সবচেয়ে বেশি অংশ পেয়েছেন সাকিব। আর লিটন ও তাসকিন প্রায় একই পরিমাণ অর্থ পেয়েছেন। মূলত আইপিএলের পারিশ্রমিক বিবেচনায় টাকার অঙ্ক ভাগ করা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post