স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। টাইগার তারকাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই তাকে পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। আর কেউই বিড করেনি। এবার তাই নতুন দলে দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টারকে।
দুবাইয়ে চলমান এবারের নিলামে শুরুর দিকে তোলা হয়নি ফিজের নাম। তবে নিলামের শেষ দিকে এসেছে বাংলাদেশের ক্রিকেটারের নাম। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে থাকা মুস্তাফিজের নাম ডাকার সাথে সাথেই তার জন্য বিড করে চেন্নাই।
তবে আর কোনো দলই বিড করেনি মুস্তাফিজের জন্য। যার ফলে ভিত্তিমূল্যেই এই পেসারকে পেয়ে যায় টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই। আর বাঁহাতি পেসার নাম লেখান নতুন দলে। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ক্যারিয়ার শুরু করেন ফিজ। এরপর যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন। এবার পঞ্চম দল হিসেবে চেন্নাইয়ে খেলবেন।
এই দলে মুস্তাফিজ পাবেন কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া রবীন্দ্র জাদেজা, আজিঙ্কা রাহানে, মঈন আলি, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্র’র মতো তারকাদের সতীর্থ হিসেবে পাবেন। তবে দলে একাধিক তারকা বিদেশি থাকায়, নিয়মিত সুযোগ পাবেন কিনা প্রশ্ন আছে।
যদিও চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়াম বরাবরই স্লো উইকেট। তাই সেখানে কার্যকর হতে পারেন ফিজ। বাঁহাতি পেসারের স্লো ডেলিভারি বেশ কার্যকর এসব উইকেটে। সেই বিবেচনায় হয়তো তাকে দলে নেওয়া হয়েছে। তবে মুস্তাফিজ পুরো আসরের জন্য হয়তো ফ্রি থাকবেন না। ২২ মার্চ থেকে ১১ মে সময়টুকু পর্যন্ত বিসিবি তাকে ছাড়তে পারে। যদিও এনওসি পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বিষয়টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post