স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয় এই ক্রিকেটার আইপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার, যিনি উইকেট শিকারে ‘ডাবল’ সেঞ্চুরি করলেন।
সোমবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ৪৮ রান খরচ করেছেন। শিকার করেছেন একটি উইকেট। তাতেই ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন চাহাল। অষ্টম ওভারে মোহাম্মদ নবীকে আউট করার মধ্য দিয়ে এই কীর্তি গড়েন তিনি।
আইপিএলে এখন পর্যন্ত ১৫৩টি ম্যাচ খেলেছেন চাহাল। তার পরেই দ্বিতীয় স্থানে আছেন ডোয়াইন ব্রাভো। তার শিকার ১৮৩টি উইকেট। তৃতীয় স্থানে থাকা পিযুশ চাওলার উইকেটে ১৮১টি।
আইপিএলে এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন চাহাল। ২০১১ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার আইপিএল ক্যারিয়ার শুরু হয়। এরপর ২০১৪ সালে তিনি যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ২০২২ সালে যোগ দেন রাজস্থান রয়্যালসে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post