স্পোর্টস ডেস্ক:: আইপিএলে খেলতে হলে সেরাদের সেরা হতে হয়। প্রতিভাবানের তকমা নিয়েই সুযোগ পেলে। সেই টুর্নামেন্টে যদি এক পরিবারের একাধিক সদস্য খেলেন, নিঃসন্দেহে তারা ভাগ্যবান এবং সেরাদের সেরা। আইপিএলের মতো বড় আসরে জায়গা করে নিতে হয় নিজেকে প্রমাণ করে, লড়াই করে।
রোববার আইপিএলের ইতিহাসে দু’টি বিরল ঘটনা হলো। বাবার পর ছেলে খেললেন ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগে। একই সঙ্গে যমজ দুই ভাইয়েরও আইপিএল খেলার ‘রেকর্ড’ হলো।
ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার জাতীয় দলের জার্সিতে শাসন করেছেন বিশ্বকে। আইপিএলে তিনি ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটারদের একজন। ব্যাট-প্যাড তুলে রেখেছেন তিনি। এবারের আইপিএলে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন শচীন। তার ছেলেরও যে অভিষেক হয়ে গেলো। কলকাতা নাই রাইডার্সের বিপক্ষে অর্জুন টেন্ডুলকারের অভিষেক হয়েছে মুম্বাইয়ের জার্সিতে। আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এবারই বাবার পর ছেলেরও আইপিএল খেলার স্বপ্ন পূরণ হলো।
একই দিন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়েনসেনের ভাই ডুয়ান ইয়েসেনেরও অভিষেক হয়েছে। যমজ দুই ভাই খেললেন আইপিএল। প্রোটিয়া দুই ভাইও বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন। আইপিএলের ইতিহাসে আপন দুই ভাইয়ের খেলার ঘটনা এই প্রথম।
অর্জুন টেন্ডুলকারের অভিষেক অবশ্য খুব একটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই মুম্বাইয়ের অধিনায়ক বল তুলে দেন অভিষিক্ত এই পেসারের হাতে। প্রথম ওভার বলও করেন দারুন। মাত্র ৪ রান দেন তিনি। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে এসে তিনি ১৩ রান খরচ করেন। মুম্বাইয়ের অধিনায়ক সূর্যকুমার যাদব তাকে আর পরে বোলিংয়ে আনেননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post