স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের নিলাম হতে আর বেশি দিন বাকী নেই। আগামি ২৪ ও ২৫ ডিসেম্বর আইপিএলের নিলাম হবে সৌদী আরবের জেদ্দায়। নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১২ জন বাংলাদেশী ক্রিকেটার। তাদেরই একজন লেগ স্পিনার রিশাদ হোসেন।
সবশেষ টি-২০ বিশ্বকাপে ভালো পারফর্ম করায় আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজিদের নজরে থাকবেন তিনি। বাংলাদেশের বিবণ্য বিশ্বকাপে রিশাদ নিয়ে ছিলন ১৪টি উইকেট। লাল সবুজ জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে মোটামুটি ভালোই করছেন রিশাদ। ফলে আইপিএলে তার দল পাবার সম্ভাবনা বেশি।
তবে রিশাদ আইপিএল খেলার তেমন আশা করেন না। তিনি আইপিএল খেলতে চান। তার ইচ্ছে আছে খেলার। সুযোগ পেলে খেলবেন। না পেলেও কোনো সমস্যা নেই। এই লেগ স্পিনার বেশি আশা করেন না, কারণ তাহলে কষ্ট পাবেন। তিনি মিরপুরে রোববার সাংবাদিকদের বলেন, ‘ইচ্ছা তো সবার থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো। তাহলে কষ্ট পাব না।’
বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে সুযোগ পেলে ভালো করতে চান জানিয়ে রিশাদ সাংবাদিকদের বলেন, ‘আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো দিন খারাপ দিন সবারই আসে-যায়। আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’
বাংলাদেশী এই তারকার আইপিএলের ফেবারিট ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। তিনি বলেন, ‘এ রকম কিছু ভাবিনি। আমি মনে মনে ভাবলাম চেন্নাই, কিন্তু আমার হলো অন্য দলে। তখন হয়তো মনটা খারাপ হবে। তবে ফেবারিট কলকাতা। সাকিব ভাই সে দলে অনেক দিন খেলেছেন, তাই।’
বিগব্যাশেও খেলার কথা রিশাদের। হোবার্ট হারিকেনস আগামি মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে এই ক্রিকেটারকে। তবে বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে রিশাদের বিগব্যাশ খেলার ইচ্ছে পূরণ নাও হতে পারে। কারণ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছাড়াও আছে বিপিএল। বিগব্যাশে খেলতে পারবেন কিনা সেটা নিজেও জানেন না এই ক্রিকেটার। বলেন, ‘এখন পর্যন্ত জানি না।’
বিশ্বকাপের পর নিজের বোলিং নিয়ে অনেক কাজ করেছেন রিশাদ। সামনের সিরিজ গুলোতে সেই অনুযায়ী ভালো পারফর্ম করতে চান তিনি। রিশাদ বলেন ‘বিশ্বকাপ শেষ করার পর অনেক কিছু নিয়েই কাজ করছিলাম, ভেরিয়েশন, লাইন-লেংথ। আশা করছি, সামনের সিরিজগুলোতে ভালো করার চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০