স্পোর্টস ডেস্কঃ আগামীকাল (শুক্রবার) থেকে আইপিএলের সপ্তদশ আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচের আগে আইপিএল থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যাডাম জাম্পা। ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান লেগ স্পিনার।
সবশেষ ডিসেম্বরে নিলামের আগে জাম্পাকে রিটেইন করেছিল রাজস্থান। যেখানে রাজস্থান থেকে ১.৫ কোটি রুপি পেতেন এই লেগি। তবে ইএসপিএন ক্রিকইনফোকে অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনারের ম্যানেজার নিশ্চিত করেছেন তিনি আইপিএলের ২০২৪ মৌসুমে খেলবেন না। এদিকে এখনও জাম্পার বদলি কাউকে দলে নেওয়ার খবর জানায় নি রাজস্থান।
এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর, রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেন জাম্পা। ৪ আসরে ২০ ম্যাচ খেলে তার শিকার ২৯ উইকেট। সবশেষ আসরে তিনি ৬টি ম্যাচ খেলার সুযোগ পান। ওভারপ্রতি ৮.৫৪ রান দিয়ে ৮ উইকেট নেন জাম্পা। এদিকে অজি লেগ স্পিনার ছাড়াও রাজস্থানের স্কোয়াডে স্পিনার হিসেবে আছেন যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দন অশ্বিন। আগামী রোববার লৌখনো সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রাজস্থান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post