নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান খেলবেন এবারের আইপিএলে। এর মধ্যে সাকিব ও লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এই তিন তারকার কারণে আইপিএল নিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেট পাড়া। বিশেষ করে সাকিব ও লিটনকে আলোচনাটা বেশি। আইপিএলের শুরু থেকেই এনওসি পাচ্ছেন মুস্তাফিজ। কিন্তু সাকিব-লিটনকে আইপিএলের শুরু থেকে পাওয়া নিয়ে শঙ্কা।
কেননা ১ এপ্রিল থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল যাত্রা। আর ৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। যার ফলে টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটনের খেলার সম্ভাবনা ছিল না শুরু থেকে। এরপর মে মাসে আবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও আছে। তাই তাদেরকে আবারও ফিরতে হতো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও দিয়েছেন কঠোর বার্তা। জাতীয় দলের খেলা শেষে আগের নির্ধারিত সময়টাতেই ছাড়পত্র পাবেন তারা শুধুমাত্র। দেশের খেলা চলাকালীন সময় ছাড়া হবে না। একই বার্তা ছিল প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বিসিবি সভাপতি আবারো জানিয়েছেন ক্রিকেট বোর্ড সাকিব-লিটনদের আইপিএলের শুরুতে এনওসি না দেওয়ার ব্যাপারে আগের সিদ্ধান্তে আছে।
তবে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, সাকিব-লিটনরা এখনই এনওসি না পেলেও পেয়ে গেছেন মুস্তাফিজ। শনিবার সকালেই তিনি ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। ১ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৮ টায় লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস। সব ঠিক থাকলে এই ম্যাচেই মাঠে নামতে পারেন বাংলাদেশী এই পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post