স্পোর্টস ডেস্ক:: আইপিএল খেলে মুস্তাফিজুর রহমানের শেখার কিছু নেই। তার কাছ থেকে বেনিফিট নিচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশী ‘কাটার মাস্টার’ বিশ্বকাপের আগে যেনো আইপিএল খেলে ক্লান্ত না হন, সেজন্য তাকে ঢাকায় ফিরে আসতে বলেছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, মুস্তাফিজের অনাপত্তিপত্র একদিন বাড়ানো হয়েছে। ৩০ এপ্রিলের পরিবর্তে তাকে ফিরে আসতে হবে ১ মে। সেদিন চেন্নাইয়ের হয়ে এবারের আসরে তিনি শেষ ম্যাচ খেলবেন।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন মুস্তাফিজ। ৫ ম্যাচে বিদেশীদের মধ্যে সর্বাধিক ১০ উইকেট শিকার করেছেন তিনি। কিন্তুু মাঝপথেই ফিরে আসতে হবে তাকে। দেশে আসলেও তার জিম্বাবুয়ে সিরিজে খেলার নিশ্চয়তা নেই। ওয়ার্ক লোড বিবেচনা করে তাকে খেলাবে বিসিবি।
বিশ্বকাপের আগে মুস্তাফিজ যাতে ক্লান্ত না হোন, চোটে না পড়েন সেদিকটাই দেখছে বোর্ড। কেননা ২০২১ টি-২০ বিশ্বকাপের আগে আইপিএল খেলে ক্লান্ত হয়ে পড়েন দু’জন ক্রিকেটার। দেশের সেরা দুই তারকার সেরা সার্ভিস তাই পায়নি বোর্ড। দীর্ঘ দিন পর পুরনো সেই সত্য স্বীকার করে নিয়েছেন বিসিবি পরিচালক, ক্রিকেট বিভাগের প্রধান মোহাম্মদ জালাল ইউনুস।
পহেলা মে’র পর মুস্তাফিজকে ফিরে আসতে হবে জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘মুস্তাফিজকে আমরা ১ তারিখ পর্যন্ত খেলতে দিয়েছি। ২ তারিখে সে চলে আসবে। ৩ তারিখে সে অ্যাভেইলেভল। তাকে ব্যাক করানোর কারণ কিন্তু শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না। তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাব। এখানে আনলে তাকে পরিকল্পনা দেব।’
২০২১ বিশ্বকাপের আগে আইপিএল খেলে দু’জন ক্লান হয়ে পড়েন জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘জাতীয় দলের স্বার্থ প্রথমে। আপনারা জানেন, ২০২১ সালে দুজন খেলোয়াড় আইপিএল খেলে কিন্তু বিশ্বকাপে জয়েন করেছিল। ওখানে তারা ক্লান্ত ছিল। তারাও বলেছে তারা ক্লান্ত। আমরা ওরকম কোনো পরিস্থিতি তৈরি করতে চাই না।’
আইপিএল খেলে ক্লান্ত মুস্তাফিজকে চান না জানিয়ে ক্রিকেট বিভাগের প্রধান আরো বলেন, ‘মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা মানেই যে জিম্বাবুয়ে সিরিজে খেলাব তা না। তাকে আমরা ওয়ার্কলোড দেব, প্রেসার কমাব। দলের সঙ্গে থাকবে। আন্ডারস্ট্যান্ডিং থাকবে। একটা বিশ্বকাপ, একটা বড় ইভেন্টে যাচ্ছে। ইভেন্টে গিয়ে যেন খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে থাকতে পারে। তাকে পুরোপুরি ফিট থাকতে হবে। ক্লান্ত হয়ে গেলে তো সে ডিলিভারি করতে পারবে না। আমাদের কি দরকার? আমাদের দরকার ফ্রেশ মোস্তাফিজ। ক্লান্ত মুস্তাফিজকে চাই না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post