স্পোর্টস ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে গিয়েছিলেন জোর্ফ্রা আর্চার। ইউরোপের দেশ বেলজিয়ামে উড়াল দিয়েছিলেন এই তারকা পেসার। মূলত কনুইয়ের ছোট একটি অস্ত্রোপচার করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেটি শেষ করেই আবারও আইপিএলে যোগ দিয়েছেন।
সবশেষ শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে মাঠে নামেন আর্চার। সেই ম্যাচের আগে দীর্ঘদিন বেলজিয়ামে ছিলেন আর্চার। সেখানে এক কনুই বিশেষজ্ঞর সাথে দেখা করে ছোট একটি অস্ত্রোপচার করেছেন ডানহাতি এই পেসার। আইপিএলে আর্চারের দল মুম্বাই ইন্ডিয়ান্সও যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করেছে এই নিয়ে।
চিকিৎসা শেষ করে ফের আইপিএলে যোগ দিতে বেলজিয়াম থেকে সরাসরি ভারতে ফিরেছেন আর্চার। এরপর দলের সাথে যোগ দিয়ে খেলেছেন পাঞ্জাবের সাথে ম্যাচও। সব ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে আর্চারকে দেখা যেতে পারে। মাঝে ২০ দিনের জন্য আইপিএল থেকে ছুটি নিয়েছেন। সেই হাতেই অস্ত্রোপচার করেছেন, যার জন্য গেল ২ বছর মাঠের বাইরে ছিলেন।
এখন পর্যন্ত আসরে ২টি ম্যাচ খেলতে পেরেছেন আর্চার। এর মধ্যে ১টি মাত্র উইকেট পেয়েছেন। আর্চারের দল মুম্বাইয়ের অবস্থান খুব একটা ভালো নয় পয়েন্ট টেবিলে। ৭ ম্যাচ খেলে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান টেবিলের ৭ নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post