স্পোর্টস ডেস্কঃ ২০২৪ আইপিএল জিতল কলকাতা নাইট রাইডার্স। রোববার ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়েছে ২০১২ ও ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা। ক্যালেন্ডারের হিসেবে ১০ বছর পর শিরোপা পুনরুদ্ধার করল ওপার বাংলার নামের দলটি।
রোববার আগে ব্যাট করতে নামা হায়দরাবাদ অলআউট হয়ে যায় মাত্র ১১৩ রানে। জবাব দিতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় কলকাতা। এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ বল বাকি থাকতে স্রেফ ১১৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। আইপিএল ফাইনালে সর্বনিম্ন স্কোর এটিই। ২০১৩ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রান তাড়ায় চেন্নাই সুপার কিংসের ৯ উইকেটে ১২৫ ছিল আগের সর্বনিম্ন।
এদিকে ফাইনালে হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা পেয়েছে ২০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি টাকার বেশি। হায়দরাবাদ রানার্সআপ হিসেবে পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি। এ ছাড়া প্লে-অফে খেলা রাজস্থান রয়্যালস ৭ কোটি (তৃতীয় হওয়ায়) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাড়ে ছয় কোটি রুপি পেয়েছে। এছাড়া এবারের আসরে সর্বোচ্চ ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি। আর সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হারশাল প্যাটেল। ব্যাটে-বলে দুই বিভাগেই দারুণ খেলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) পুরস্কার জিতেছেন সুনীল নারাইন। হায়দরাবাদের নিতীশ কুমার রেড্ডি টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন। তারা সবাই পুরষ্কারের টাকা জিতেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post