স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ধরা হয় দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ। শুধুমাত্র তারকা খ্যাতি কিংবা টুর্নামেন্টের মান নয়, টাকার ঝনঝনানিতে এই লিগের ধারেকাছেও কেউ নেই। আইপিএল দিয়ে বিসিসিআইয়ের এফডিআর ফুলে-ফেপে উঠেছে সাম্প্রতিক সময়ে, সেটি কারোরই অজানা নয়।
বিসিসিআইয়ের কোষাগারে জমা হওয়া আয়ের বিশাল অংশ আসে এই আইপিএল থেকেই। কিন্তু অর্থের অঙ্কে এটা এতো বিশাল যে, রীতিমতো চোখ কপালে উঠে যাবে একজন সাধারণ দর্শকের।
সম্প্রতি নিজেদের ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে দেখা গেছে গেল ২০২২ আইপিএল থেকে অবিশ্বাস্য রকমের আয় করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রায় ৩০০ (২৯২) মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বিসিসিআই।
সবশেষ আইপিএল থেকে বিসিসিআইয়ের আয় হয়েছে সব মিলিয়ে ৭৭১ মিলিয়ন মার্কিন ডলার। সেখান থেকে বিসিসিআই ব্যয় করেছে ৪৭৯ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, সবকিছু বাদ দিয়েও বিসিসিআইয়ের লাভ ২৯২ মিলিয়ন মার্কিন ডলার। আইপিএল দিয়ে যে, শুধু ক্রিকেটার আর ফ্র্যাঞ্চাইজিরাই লাভবান হন তা নয়। বিসিসিআইও লাভ করে বিপুল পরিমাণ অর্থ।
ধারণা করা হচ্ছে আগামীতে সেই লাভের অর্থ আরও ছাড়িয়ে যাবে। কেননা ২০২৩-২০২৭ সাল পর্যন্ত নতুনভাবে সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করেছে বিসিসিআই। আর সেখান থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করবে ভারতের ক্রিকেট বোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post