স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই আইপিএল। পুরো ক্রিকেট দুনিয়া চেয়ে থাকে আইপিএলের দিকে। এবারের আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকী নেই। আগামি ২৪ ও ২৫ নভেম্ভর হবে আইপিএলের নিলাম।
সৌদী আরবের জেদ্দায় বসবে দুই দিন ব্যাপী আইপিএলের মেগা নিলাম। যেখান থেকে পছন্দের ক্রিকেটারদের ডেকে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই নিলামের দিকে দৃষ্টি থাকে ক্রিকেট সংশ্লিষ্ট সকলেরই। ক্রিকেটারদের মন পড়ে থাকে নিলামের টেবিলেই। এবারের আইপিএল নিলামে ইংল্যান্ডের সাবেক ক্রিকেট মাইকেল ভন হাস্যকর বলে মন্তব্য করলেন।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ আসর বোর্ডার-গাভাস্কার ট্রফি। মর্যাদার এই টেস্ট সিরিজের ট্রফি নিয়ে লড়াই হয় দুই দলের। রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় থাকেন সমর্থকেরা। আগামিকাল থেকে শুরু হওয়া পার্থ টেস্ট চলাকালেই শুরু হবে আইপিএল নিলাম। যে কারণে নিলামকে ‘হাস্যকর’ বলেছেন ভন। তিনি জানিয়েছেন, খেলার মাঝে নিলাম হলে অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটারদের মন খেলার মাঠের বদলে নিলামের টেবিলেই পড়ে থাকবে।
বলা হচ্ছে টেস্ট চলাকালে ক্রিকেটারদের মন পড়ে থাকবে আইপিএলের নিলামে। কোন ক্রিকেটার দল পাচ্ছেন কিনা? দাম কত উঠছে সেটা নিয়ে পড়ে থাকবেন ক্রিকেটাররা। ফলে টেস্টের মাঝখানে ছদপন্তন ঘটবে খেলার।
কোডস্পোর্টসের সঙ্গে আলাপকালে ভন বলেছেন, দুই দুই টেস্টের মাঝের বিরতির সময়টাতে নিলাম আয়োজন করতে পারতো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার ভাষ্য, “প্রথম টেস্টের মাঝপথে তারা আইপিএলের নিলাম আয়োজন করেছে, আমি এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। আমার মতে, এটা হাস্যকর।”
কেন টেস্ট ম্যাচ চলাকালে নিলাম সেই প্রশ্ন তুলে মাইকেল ভন বলেন, “প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে ৯ দিনের একটি বিরতি আছে। আপনার তো জানা কথাই যে টেশ্ত খেলার কারণে ক্রিকেটাররা চাপে থাকবে, তখন কেন এটি (নিলাম আয়োজন) করতে হবে, সেটা আমার বোধগাম্য হচ্ছে না।”-
নিলামের ইতিমধ্যে দশটি ফ্র্যাঞ্চাইজি রিটেইন করেছেন ৪৬ জন ক্রিকেটারকে। আইপিএলের নিয়ম অনুযায়ী একটি দল সর্বোচ্চ ২৫জন ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। অর্থাৎ নিলাম থেকে দল পেতে যাচ্ছেন আরো ২০৪ জন ক্রিকেটার। এর মধ্যে ৭০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার।
নিলামে উঠবে ১১৬৫জন ভারতীয় ক্রিকেটারের। বিদেশীয় ৪০৯জন মিলিয়ে নিামে উঠছেন মোট ১৫৭৪ জন ক্রিকেটার। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার ৭৬ জন ক্রিকেটার আছেন নিলাম তালিকায়। ইংল্যান্ডের ৫২ জন ক্রিকেটার এবং আফগানিস্তানের ২৯ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। শ্রীলঙ্কারও ২৯ জন ক্রিকেটার রয়েছেন।
এ ছাড়াও নিউজিল্যান্ডের ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, নেদারল্যান্ডসের ১২ জন, আমেরিকার ১০ জন, আয়ারল্যান্ডের নয় জন, জিম্বাবোয়ের আট জন, কানাডার চার জন, স্কটল্যান্ডের দু’জন ক্রিকেটার নিলামে অংশগ্রহণ করছেন। ইতালি এবং সংযুক্ত আরব আমিরাতের এক জন ক্রিকেটারের নামও রয়েছে নিলামের তালিকায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০