স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের মেগা নিলাম হতে আর বেশি দিন বাকী নেই। আগামি ২৪ ও ২৫ ডিসেম্বর সৌদী আরবের জেদ্দায় হবে দুই দিন ব্যাপী প্লেয়ার্স ড্রাফট। অনেক আগেই অংশ নেওয়া দশ ফ্র্যাঞ্চাইজি ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে। যেখান অনেক বড় বড় নামও আসে। ক্লাবগুলো রাখেনি তারকাদের, তাদেরকে উঠতে হবে নিলামে।
ফ্র্যাঞ্চাইজিগুলোর ছেড়ে দেওয়া তালিকায় বড় নাম ঋশভ পন্থ। ভারতীয় এই তারকাকে এবার ধরে রাখেন দিল্লি ক্যাপিটালস। একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। সেখানে দিল্লি মাত্র চারজনকে ধরে রাখে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়ে ছিলো আর্থিক কারণে ঋশভ পন্থক তারা ধরে রাখতে পারেনি। তবে নিলাম থেকে কিনে নেবে।
সম্প্রতি স্টার স্পোর্টস একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। নিলাম নিয়ে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায় ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার নিলামে দিল্লি ক্যাপিটালসে পন্থের ফেরার সম্ভাবনা কতটা সেই বিষয়টা বিশ্লেষণ করছেন। সেই ভিডিওর উত্তরে পন্থ টুইট করেন। তিনি লেখেন, ‘আমাকে না ধরে রাখার বিষয়টা টাকা নিয়ে নয়, এটাই আমি বলতে পারি।’ অর্থাৎ, তাঁকে না ধরে রাখার কারণটা শুধুমাত্র টাকা নয়।
এরপর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কি কারণে দিল্লি পন্থকে ধরে রাখেনি তা নিয়ে রীতিমতো বিশ্লেষন চলছে। অনেকেই বলছেন, এই তারকা ক্রিকেটারের সঙ্গে ক্লাবের সম্পর্কের ফাটল ধরেছে। যার জন্য আইপিএল নিলামে উঠতে হচ্ছে তাকে।
দিল্লি ক্যাপিটালস পন্থকে ছেড়ে দেওয়ায় তিনি এবার মেগা নিলামে নিজের নাম তুলেছেনন মার্কি প্লেয়ার হিসেবে। প্রতিটা দল মেগা নিলামে ৬ জন প্লেয়ার ধরে রাখতে পারবে। সেই হিসেবে দিল্লি ধরে রেখেছে ৪ জনকে। তাদের কাছে আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। সেই আরটিএম কার্ড ব্যবহার করে ঋষভ পন্থকে নিলাম থেকে নিতে পারবে তারা। কিন্তু এখন সেটা হচ্ছে না। অন্তত পন্থের সাম্প্রতিক টুইট দেখে এমনটাই মনে হচ্ছে।
তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের আগামি আসরের আগে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে অনেক পরিবর্তন এসেছে। ফ্র্যাঞ্চাইজ়ির দুই সহকর্ণধার জেএসডব্লু ও জিএমআর গ্রুপ তাদের ব্যবসা ভাগ করেছে। সেই হিসেবে দিল্লি ক্যাপিটালসের পুরুষ দল সামলাচ্ছে জিএমআর গ্রুপ। এরপরই ফ্র্যাঞ্চাইজিটিতে অনেক পরিবর্তন এসেছে। কোচ, অধিনায়ক, সাপোর্ট স্টাফ থেকে টিম ম্যানেজম্যান্টেও আসছে বদল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০