স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের আগামি আসরের দামামা বেজে উঠছে। আরব দেশ সৌদী আরবের জেদ্দায় অনুষ্টিত হবে আইপি্লের ১৮তম আসরের মেগা প্লেয়ার্স ড্রাফট। দুই দিন ব্যাপী অনুষ্টিত হবে আইপিএলের খেলোয়াড় নিলাম।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামি ২৪ নভেম্বর ও ২৫ নভেম্বর জেদ্দায় হবে দুই দিন ব্যাপী নিলাম প্রক্রিয়া। এরই মধ্যে নিলামের প্রস্তুুতি নিতে শুরু করেছে দলগুলো। রিটেইন খেলোয়াড়ের তালিকাও প্রকাশ করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। দশটি ফ্র্যাঞ্চাইজিই রিটেইন খেলোয়াড়ের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে।
এবার নিলাম থেকে বাকী খেলোয়াড়দের কিনতে হবে। গড়তে হবে পছন্দ মতো দল। এবারের নিলামের জন্য নাম নিবন্ধন করিয়েছেন বিদেশী ৪০৯ জন ক্রিকেটার। যার মধ্যে আছেন ১৩ জন বাংলাদেশী ক্রিকেটার। আইপিএল কর্তৃপক্ষ ১৩ বাংলাদেশী ক্রিকেটারের নিলামে নাম নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করলেও এখনো তাদের নাম প্রকাশ করেনি।
ইতিমধ্যে দশটি ফ্র্যাঞ্চাইজি রিটেইন করেছেন ৪৬ জন ক্রিকেটারকে। আইপিএলের নিয়ম অনুযায়ী একটি দল সর্বোচ্চ ২৫জন ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। অর্থাৎ নিলাম থেকে দল পেতে যাচ্ছেন আরো ২০৪ জন ক্রিকেটার। এর মধ্যে ৭০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার।
নিলামে উঠবে ১১৬৫জন ভারতীয় ক্রিকেটারের। বিদেশীয় ৪০৯জন মিলিয়ে নিামে উঠছেন মোট ১৫৭৪ জন ক্রিকেটার। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার ৭৬ জন ক্রিকেটার আছেন নিলাম তালিকায়। ইংল্যান্ডের ৫২ জন ক্রিকেটার এবং আফগানিস্তানের ২৯ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। শ্রীলঙ্কারও ২৯ জন ক্রিকেটার রয়েছেন।
এ ছাড়াও নিউজিল্যান্ডের ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, নেদারল্যান্ডসের ১২ জন, আমেরিকার ১০ জন, আয়ারল্যান্ডের নয় জন, জিম্বাবোয়ের আট জন, কানাডার চার জন, স্কটল্যান্ডের দু’জন ক্রিকেটার নিলামে অংশগ্রহণ করছেন। ইতালি এবং সংযুক্ত আরব আমিরাতের এক জন ক্রিকেটারের নামও রয়েছে নিলামের তালিকায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০