স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেলেন উইল জ্যাকস। বাংলাদেশের বিপক্ষে সিরিজ পুরোটা উরুর চোটে খেলতে পারেন নি। দুই ওয়ানডে খেলেই ইংল্যান্ড ফিরে গিয়েছিলেন তিনি। যে কারণে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি ইংলিশ এই অলরাউন্ডার।
টম অ্যাবেলের সাইড স্ট্রেইনের চোটে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন জ্যাকস। ৫০ ওভারের ক্রিকেট ইংলিশদের জার্সিতে অভিষেকও হয় তার। যদিও নিজের অভিষেক রাঙাতে পারেননি তিনি। দুই ম্যাচে ব্যাটিং করে মাত্র ২৭ রান করেছেন জ্যাকস। জাতীয় দলের পাশাপাশি এবার আইপিএলও মিস করবেন তিনি।
আসন্ন আইপিএলের নিলামে জ্যাকসকে ৩ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেছিল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মূলত মিডল অর্ডার শক্তিশালী করতে দলে নেওয়া হয়েছিল আগ্রাসী এই ব্যাটারকে। তবে এবারের আসরে তাকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। জ্যাকসের বিকল্প হিসেবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েলকে নেওয়ার কথা ভাবছে ব্যাঙ্গালোর। অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনো অভিষেক হয়নি ব্রেসওয়েলের। গত ডিসেম্বরের নিলামেও অবিক্রিত ছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post