স্পোর্টস ডেস্ক:: লখনৌ সুপার জায়ান্টস বড় ধাক্কা খেলো। অধিনায়ক লুকেশ রাহুলকে হারিয়েছে দলটি। এবারের আইপিএলে আর মাঠে নামা হবে না এই তারকার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ছিলেন তিনি তিনি। যার কারণে ছিটকে গেলেন মাঠ থেকে।
১ মে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান লুকেশ রাহুল। শুরুতেই লখনৌ বিষয়টি কিছু না জানালেও শুক্রবার দলটি জানিয়েছে, তাদের অধিনায়ক আর মাঠে নামতে পারবেন না। পুরো আসরই মিস করবেন তিনি।
শুধু আইপিএল নয়, ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকা লুকেশ রাহুল মিস করবেন চ্যাম্পিয়নশিপের ফাইনালও। জুনে নিরপেক্ষ ভেণ্যুতে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে। টিক কতদিন লাগবে তার মাঠে ফিরতে সেটাও নিশ্চিত নয়।
জানা গেছে, লুকেশ রাহুল প্রয়োজনী পরীক্ষা-নিরীক্ষা করাতে বর্তমানে মুম্বাইতে রয়েছেন। তার পায়ে অস্ত্রোপাচারও করা লাগতে পারে। অস্ত্রোপাচার করাতে হলে নিশ্চিত ভাবেই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করবেন।
ইংল্যান্ডে আগামি ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২৩ মে দেশ ছাড়বে ভারত দল। আইপিএলের প্লে-অফে ক্রিকেটাররা অবশ্য আইপিএল শেষ করেই লন্ডনে যাবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post