স্পোর্টস ডেস্ক:: গত বছর ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত সময় কাটান মেহেদী হাসান মিরাজ। ব্যাট-বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের সদস্য হন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বর্ষসেরা ওয়ানডের স্বীকৃতিও দিয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে।
মিরপুরের হোম অব ক্রিকেটে সোমবার মিরাজের মাথায় ওঠে আইসিসির বর্ষসেরা ওয়ানডের ক্যাপ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে শের-ই-বাংলায় অনুশীলন করছে বাংলাদেশ দল। সেই অনুশীলন ক্যাম্পেই সতীর্থদের সঙ্গে নিয়ে ওয়ানডে ক্যাপ মাথায় পড়ে ছবি তুলেছেন মিরাজ।
অনুশীলনে ওয়ানডে সেরার ক্যাপটি মিরাজের হাত থেকে নিজের মাথায় বসিয়ে দেন সতীর্থ ক্রিকেটার লিটন দাসও। বাংলাদেশ দলের সময়ের সেরা এই ব্যাটার সতীর্থ ক্রিকেটারের ওয়ানডে বর্ষসেরার ক্যাপটি হাতে নিয়ে দেখেন, নিজের মাথায়ও দেন।
আগামি ১ মার্চ থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সাগরিকায় এরপর শুরু হবেটি-২০ সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post