স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নিয়ম করেছে। এক বলে দুই ধরণের আউটের জন্য দু’টি রিভিউ নিতে হবে ফিল্ডিং দলকে। স্ট্যাম্পিং আউটকে ঘিরেই এসেছে এমন সিদ্ধান্ত।
এতোদিন কোনো ব্যাটার স্ট্যাম্পিং হলে লেগ আম্পায়ার সিদ্ধান্ত দিতেন। তবে তিনি সিদ্ধান্তে আসতে না পারলে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতেন বা ফিল্ডিং দলও রিভিউ নিতো। এসময় তৃতীয় আম্পায়ার স্ট্যাম্পিং যাচাই বাছাইয়ের পাশাপাশি ব্যাটার কট বিহাইন্ড হয়েছেন কিনা সেটি দেখতেন। অনেক সময় দেখা যেতো স্ট্যাম্পিংয়ের রিভিউ নেওয়া হয়েছে। কিন্তুু যাচাইয়ের সময় তৃতীয় আম্পায়ার দেখেন ব্যাটসম্যান স্ট্যাম্পিং হননি, কট বিহাইন্ড হয়েছেন। ফলে ক্যাচ আউট হযে যেতেন ব্যাটার।
আইসিসি গত বছরের ১২ ডিসেম্বর থেকে নতুন আইন করেছে, তৃতীয় আম্পায়ার কেবল স্ট্যাম্পিং যাচাই করবেন। তিনি কট বিহাইন্ড যাচাই করতে পারবেন না স্ট্যাম্পিং রিভিউর এর ক্ষেত্রে। সেক্ষেত্রে ফিল্ডিং দলকে কট বিহাইন্ডের জন্য পৃথক রিভিউ নিতে হবে। ফিল্ডিং দলের বাড়তি একটি রিভিউ সুবিধা বাতিল করতেই আইসিসি স্ট্যাম্পিং আউটের আইন সংশোধন করে এমন আইন করেছে।
গত বছর ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়া বেশ কয়েকবার উভয় আউটের সুবিধা পেয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ও দলের ফিল্ডাররা শুধু স্টাম্পিংয়ের আবেদন জানিয়েছিলেন। তবে টিভি আম্পায়ার ডিআরএস ছাড়াই কট বিহাইন্ডও পরীক্ষা করে দেখেন। সেই নিয়ম এবার বদলে গেল।
বিদায়ী বছরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে স্ট্যাম্পিং আউট নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপরই আইসিসি এমন উদ্যোগ নিলো।অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ও দলের ফিল্ডাররা শুধু স্টাম্পিংয়ের আবেদন জানিয়েছিলেন। তবে টিভি আম্পায়ার ডিআরএস ছাড়াই কট বিহাইন্ডও পরীক্ষা করে দেখেন। সেই নিয়ম এবার বদলে গেল।
আইন সংশোধনের বিষয়টি নিশ্চিতকরে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আইসিসির সংশোধনীতে যা বলা হয়েছে, তার কিছু অংশ প্রকাশ করেছে, ‘পরিবর্তিত রিভিউ শুধুমাত্র স্টাম্পড আউট পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্য আউটের (যেমন-কট বিহাইন্ড) ক্ষেত্রে ফিল্ডিং দল যেন একটি ফ্রি রিভিউ না পায়, সেটা প্রতিরোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post