স্পোর্টস ডেস্কঃ গত বছরের নভেম্বরে আইসিসির নিয়ম ভঙ্গ করার অপরাধে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে আজ সে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো এসএলসি। দ্বীপ দেশটির ক্রিকেট বোর্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইসিসি।
গত নভেম্বরের ঘটনা। ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বাজে পারফরম্যান্সের কারণে বোর্ডের ওপর হস্তক্ষেপ করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। দল ভারত ছাড়ার আগেই পুরো বোর্ডকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন কমিটি দিয়ে বোর্ডকে মেরামতের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অবশ্য বোর্ড প্রধান শাম্মি সিলভার আপিলে পুরনো কর্মকর্তাদের আবার বহাল রাখেন লঙ্কান আদালত।
সদস্য হিসেবে নিয়ম ভাঙা, বিশেষ করে সরকারি হস্তক্ষেপের প্রভাবমুক্ত হয়ে কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়ায় আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আইসিসি জানিয়েছে, এর পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে আইসিসির বোর্ড। এখন আর সদস্যপদের কোনো নিয়ম লঙ্ঘন করছে না তারা, সে ব্যাপারে আইসিসির বোর্ড সন্তুষ্ট হয়েছে। তাতে মুক্তি মিলেছে লঙ্কান ক্রিকেটের।
দলকে খেলার অনুমতি দিলেও শ্রীলঙ্কায় এখনো আইসিসির আয়োজনে কোনো আসর হয়নি। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু জমজমাট এই আসরটি ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করেছে আইসিসি। এদিকে নিষেধাজ্ঞার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে লঙ্কানরা। চলতি মাসে তাদের ব্যস্ত সূচি রয়েছে আফগানিস্তানের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post