স্পোর্টস ডেস্ক:: বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর আইসিসির স্বীকৃত ল্যাবে অ্যাকশন টিক করে পরীক্ষা দিয়েও সাকিব বৈধতা পাননি। আইসিসির পরীক্ষায় ফেল করায় আন্তর্জাতিক ক্রিকেটে তাই বোলিংয়ে এখনো নিষিদ্ধ বাংলাদেশের তারকা এই ক্রিকেটার।
কাউন্টিতে বোলিং করে প্রশ্নবিদ্ধ হন সাকিব। আম্পায়াদের অভিযোগের পর বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে পারেননি তিনি। এরপর নিষিদ্ধ হন বোলিংয়ে। নিজের বোলিং অ্যাকশন শুদরিয়ে গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে। পাননি বোলিং করার অনুমতি।
তবে সাকিব বসে নেই। প্রথম দফায় ফিরতে ব্যর্থ হওয়া এই তারকা এরই মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। তবে সেই পরীক্ষার ফলাফল এখনো আসেনি।
বিসিবি তাই সেই পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছে। সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হবে কিনা সেটি নির্ভর করছে তার বোলিং পরীক্ষার উপর। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং। আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবর্তীর্ণ হয়েছেন কি না, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।’
সাকিব ইস্যুতে নির্বাচকেরা বোর্ড থেকেও , ‘এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে, তিনি (সাকিব) আমাদের এ প্রক্রিয়ার জন্য এভেইলেবল আছেন কিনা। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি। যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন। সেটার জন্যও ওয়েট করতে হবে। আমাদেরকে আসলে…হয়তো এভ্রি মিনিট কাউন্টস। আশা করি এক-দুইদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/00