স্পোর্টস ডেস্কঃ পর্দা নেমেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ২০২১-২৩ মৌসুমের। রোববার দ্য ওভালে শেষ হয়েছে এবারের ফাইনাল। যেখানে ভারতকে গুঁড়িয়ে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দ্য ওভালে ২০৯ রানের বিশাল জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ পুরষ্কার ‘রাজদণ্ড’ ঘরে তুলেছে অজিরা।
আর এতে করে নতুন কীর্তি গড়েছে দলটি। ক্রিকেট ইতিহাসের একমাত্র দল হিসেবে পুরুষদের সব ফরম্যাটের আইসিসি ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। এর আগে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দলটি। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর প্রথম আসরে ব্যর্থ হয় অজিরা। এবার দ্বিতীয় আসরে বাজিমাত করেছে।
আর এতেই গড়েছে নতুন ইতিহাস। প্রথম এবং একমাত্র পুরুষ দল হিসেবে আইসিসির সব বৈশ্বিক আসরে শিরোপা জেতার ইতিহাস এখন অস্ট্রেলিয়ার। যা কিনা দেশটির ক্রিকেটকে আরও সমৃদ্ধ করেছে।
এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে সব মিলিয়ে রেকর্ড পাঁচ বার আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জেতার কীর্তি গড়ে অস্ট্রেলিয়া। ২০০৬ ও ২০০৯ সালে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুইবার জিতেছে দলটি। ২০২১ সালে প্রথম এবং একমাত্রবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া। আর এবার ষোলকলা পূর্ণ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ২০২১-২৩ মৌসুমের শিরোপা ঘরে তুলেছে দেশটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post