স্পোর্টস ডেস্ক:: সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আইসিসির লেভেন-৩ কোচিং কোর্স শেষ করে আইসিসির স্বীকৃতি হাতে পেয়েছেন। আইসিসি থেকে দেওয়া লেভেল-৩ কোচিং সনদ পেয়ে আশরাফুল জানিয়েছেন তার স্বপ্নের কথা।
জাতীয় দলে খেলা সাবেক ক্রিকেটার অনেক স্মরণীয় জয়ের কারিগর। লাল সবুজ ক্রিকেটের প্রথম সুপার স্টার বলা হয় তাকে। সেই তিনি খেলোয়াড়ি জীবন শেষে এবার কোচের ভূমিকায় এসে স্বপ্ন দেখছেন জাতীয় দলের কোচ হবেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কোচিং কোর্সের সনদ হাতে পাওয়ার পর দেশের একটি গণমাধ্যমকে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখব, তাই না? কোচিংয়ে যখন আসব, তখন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নই তো থাকবে।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)’র অধীনে মাস তিনেক আগে কোচিং কোর্সটি শুরু করে ছিলেন আশরাফুল। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম তাকে এই সুযোগ করে দেন।
আইসিসি থেকে সনদ পাওয়ার বিষয়টি সমর্থকদের জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।’
ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন জানিয়ে আশরাফুল আরো লিখেন, ‘এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা ও উন্নতি করে যাওয়ার চেষ্টার ফল। আমি আমার দক্ষতা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং ক্রিকেটারদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশা আল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবির অধীনে এর আগে লেভেল-২ করেছেন তিনি। টেস্ট ক্রিকেটার হওয়ায় লেভেল-১ কোচিং কোর্স করতে হয়নি তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০